কবিতাটা 1975-এ লিখিত ও 'দেশ'-এ প্রকাশের জন্য গৃহীত হবার এক-দেড় মাস পর ওয়াটারলু স্ট্রীটে অম্বর বার-রেস্তোরাঁয় দুপুরবেলা স্বনামধন্য সম্পাদক সাগরময় ঘোষ জানালেন জরুরি অবস্থা চলায় এটা প্রকাশের জন্য সরকারি অনুমোদন পাওয়া যায়নি। এরপর এটা বেশ কিছু দিন ভূপেন হাজারিকার কাছেই থাকত। যে-কোনও ঘরোয়া আড্ডায় তাঁর আন্তরিক অনুরোধে কবিতাটা কখনও কখনও আমাকে পড়তেও হয়েছে। বহদিন অপ্রকাশিত এই লেখাটা তাঁর এতই প্রিয় ছিল যে প্রায়ই বলতেন, সুরে তালে বসিয়ে এই গদ্যকেও তিনি গাইবেন।
[ আরও পড়ুন ]