• কোন্ অমরেন্দ্র চক্রবর্তীকে তাঁর আশি বছর পূর্তির জন্য শুভেচ্ছা জানাতে চাইছি আমি? অমরেন্দ্র চক্রবর্তী কি একজন? ষাটের দশকে তিনি 'কবিতা-পরিচয়'-এর জন্য খ্যাত হন, অথচ আড়ালে চলে যায় তাঁর নিজের কবিতার পরিচয় । সেই কবিও তো ধারাবাহিকভাবে আজও লিখে চলেছেন কবিতা । না কি অমরেন্দ্র চক্রবর্তী হলেন সেই শিশুসাহিত্যিক যাঁর 'হীরু ডাকাত'-এর মতো অনবদ্য সৃষ্টি বছরের পর বছর ছোটোবড়ো সবারই মনোরঞ্জন করে চলেছে? শুধু 'হীরু ডাকাত'ই নয় অবশ্য, গদ্যে কিংবা ছন্দে বাঁধা তাঁর আরো অনেক রচনাই বড়োমাপের এক শিশুসাহিত্যিক হিসেবেই সাহিত্যসমাজে তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে। না কি আমরা সেই অমরেন্দ্র চক্রবর্তীর কথা ভাবছি যিনি যুবসমাজের কর্মহীনতার জন্য তাদের কোনো দিশা দেখাবার কাজে কর্মক্ষেত্র-র মতো মুক্তিপথের কাণ্ডারী হয়ে উঠেছিলেন? না না, ইনি হলেন একজন ভ্রমণপিপাসু মানুষ যিনি পর্যটনজগতের উন্নয়ন ঘটিয়েছেন 'ভ্রমণ' নামে এক জনপ্রিয় পত্রিকার মধ্য দিয়ে, যে-পত্রিকা পরবর্তী কোনো সময় থেকে সঙ্গে দিত বিনেপয়সায় একটা সিডি, কোনো-না-কোনো দেশের পর্যটনের ভিডিও। ইনি কি সেই অমরেন্দ্র, নিজে যিনি উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত কিংবা পৃথিবীর পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দুর্গমতম অঞ্চলগুলিতে ঘুরে বেড়িয়েছেন সমস্ত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে? না, আরো এক অমরেন্দ্র আছেন, যিনি হঠাৎ মধ্যবয়সে পৌঁছে ছবি আঁকা শুরু করেন আর সেটাই যেন হয়ে দাঁড়ায় তাঁর অন্যতম প্রধান নেশা । সেই চিত্রশিল্পীর কথা হচ্ছে কি এখানে? না কি আমরা বলছি সেই স্বপ্নভাবুক মানুষটির কথা, যিনি 'ছেলেবেলা'-র মতো পত্রিকা বা পরে 'কালের কষ্টিপাথর' নামে বড়োদের এক মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন?


    এটা হওয়াই সম্ভব যে, কোনো একজন মানুষ এতগুলি অমরেন্দ্র চক্রবর্তীকে একই লোক বলে মনে করেন না। অন্তত আমার নিজের তো মনে হয় অমরেন্দ্র যেন একই সঙ্গে 'নানা অমরেন্দ্র'।

    শঙ্খ ঘোষসর্ব অন্যায়ের বিরুদ্ধে সদাজাগ্রত প্রতিবাদী কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
  • Amarendra Chakravorty has worked in a variety of forms in the last few decades including prose and poetry, not restricting himself to any one mode of storytelling. He has continued to reinvent himself, working quietly, and has not overproduced or written according to any formula. In fact, very few of his themes and subjects repeat themselves.

    Abhijit GuptaProfessor, Jadavpur University
  • অমরেন্দ্র যখন আমার দু-বছর পরে ছাত্র ফেডারেশেনের ইউনিয়নের সাহিত্য-সম্পাদক তথা পত্রিকা সম্পাদক হল তখন আমি ইউনিয়নের ছেলেদের বলেছিলাম, 'তোমরা একটি চমৎকার পত্রিকা-সম্পাদক পেলে।' এবং অমরেন্দ্র সে কথার সম্মান রাখবে আমি জানতাম, কারণ পত্রিকা প্রকাশ যে শুধু তার একটা নেশা ছিল তা নয়, ছাপার নন্দনতত্ব সম্পর্কে তখনই তার অসামান্য দখল দেখে আমি অবাক হয়েছিলাম।


    পবিত্র সরকারভাষাতাত্ত্বিক, প্রাক্তন অধ্যাপক ও উপাচার্য, সাহিত্যিক