প্রতিষ্ঠাকালঃ ১৯৮৩, পুনরায় ২০১২
সাপ্তাহিক, পরবর্তীতে মাসিক পত্রিকা
ছোটদের পত্রিকা 'ছেলেবেলা' প্রথম প্রকাশিত হয় ১৯৮৩-র ৬ আগস্টে । খবরের কাগজের একটা পাতা মাঝখান থেকে ভাঁজ করলে যে মাপ হয় সেই মাপের চার পৃষ্ঠার 'ছেলেবেলা'র দাম ছিল ৪০ পয়সা । কম পাতা কম দামের উদ্দেশ্য ছিল ছোটদের পত্রিকা যাতে সব ছোটদের কাছে পৌঁছয় ।
'ছেলেবেলা' প্রথম থেকেই পাঠকের মধ্যে সাড়া ফেলে দেয়। রোজ একশোরও বেশি চিঠিতে পাঠকের প্রশংসা আর আনন্দের বান ডাকত ।
'ছেলেবেলা'য় আরেকটা খুব বড় আনন্দের ব্যাপার হয়েছিল ৷ মস্ত বড় বড় লেখকরা ভালোবেসে 'ছেলেবেলা'য় গল্প ছড়া কবিতা লিখতেন। নামী শিল্পীরা ছবি আঁকতেন । এভাবে নয় সপ্তাহ প্রকাশিত হবার পর 'ছেলেবেলা'র দামে ও আকারে কিছুটা বদল হয়েছিল । তারপর অনেক দিন বাদে বাদে আর মাত্র চারটি সংখ্যা বেরিয়ে নানা কারণে পত্রিকাটা বন্ধ হয়ে যায়।
সেই 'ছেলেবেলা' সবদিক থেকে নতুন হয়ে ফিরে এল । এবার রঙিন চেহারায়, পনেরো দিন পর পর।
চারদিকের সামাজিক-সাংস্কৃতিক দূষণের মধ্যে ছোটদের মনে একঝলক বিশুদ্ধ আলো-বাতাস বইয়ে দেওয়াই আমাদের স্বপ্ন। আমাদের বিশ্বাস, ছেলেবেলার অমলিন আনন্দের মধ্যে দিয়েই ছোটরা একদিন সত্যিকার বড় হয়ে উঠবে ।