বাছাই লেখা
কাল স্বপ্নের মধ্যে
কবিতাটা 1975-এ লিখিত ও 'দেশ'-এ প্রকাশের জন্য গৃহীত হবার এক-দেড় মাস পর ওয়াটারলু স্ট্রীটে অম্বর বার-রেস্তোরাঁয় দুপুরবেলা স্বনামধন্য সম্পাদক সাগরময় ঘোষ জানালেন জরুরি অবস্থা চলায় এটা প্রকাশের জন্য সরকারি অনুমোদন পাওয়া যায়নি। এরপর এটা বেশ কিছু দিন ভূপেন হাজারিকার কাছেই থাকত। যে-কোনও ঘরোয়া আড্ডায় তাঁর আন্তরিক অনুরোধে কবিতাটা কখনও কখনও আমাকে পড়তেও হয়েছে। বহদিন অপ্রকাশিত এই লেখাটা তাঁর এতই প্রিয় ছিল যে প্রায়ই বলতেন, সুরে তালে বসিয়ে এই গদ্যকেও তিনি গাইবেন।
শঙ্খ ঘোষ - ছেঁড়া ছেঁড়া স্মৃতিকথা
শঙ্খ ঘোষের মতো ধৈর্যশীল শ্রোতা পেয়ে অল্প বয়েসে এতই বকবক করতাম যে সুকান্ত চৌধুরী সম্পাদিত Calcutta: A living City গ্রন্থে তার “কলকাতার সাহিত্য জগৎ, ১৯৪১-১৯৮০” নামাঙ্কিত প্রবন্ধের এক জায়গায় তিনি আমাকে প্রগলভ কলেজছাত্র আখ্যা দিয়েছিলেন।
[ আরও পড়ুন ]