জলে ভাসা জীবন
বই বিষয়ক
- বইয়ের নাম: জলে ভাসা জীবন
- ভাষা: বাংলা
- প্রকাশক: প্রতিভাস
- ধারা: উপন্যাস
- প্রথম প্রকাশ: ২০২৩
- ISBN: 978-93-92435-47-8
এই বইতে রয়েছে দুটি উপন্যাস - 'অশথগাছের চারা' আর 'জলে ভাসা জীবন'। করোনা অতিমারির সময়ে পৃথিবীব্যাপী যে হাহাকার চলছে তার প্রেক্ষাপট নিয়ে রচিত প্রথম উপন্যাসটি 'অশথগাছের চারা'। পাতায় পাতায় ধরা আছে করোনাকালের চিত্র। এত সব প্রথা-পার্বণ, মেলা-উৎসব কারও অভিশাপে বন্ধ। পৃথিবী স্তব্ধ। কিন্তু জীবন থেমে থাকে না, মৃত্যুর মিছিলের পাশাপাশি মানুষের জন্মও হয়, স্বপ্নও জাগে।জীবনের স্রোত ধরে নায়ক আদিত্যর জীবনেও প্রেম আসে। নারী আসে। দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা চলচ্চিত্রের নায়িকার সান্নিধ্যে আসে সে। সবমিলিয়ে অদ্ভূত এক নাটকীয় এবং রহস্যময় এই উপন্যাস। 'এখান থেকে আমরা কোথায় যাব , বাবা?''যেখানে হোক। যেদিকে দু-চোখ যায়।' সুস্থিরের অনেক ভাবনা, অনেক প্রশ্ন। দধীচি তখনও জানত না, সুস্থির একদিন তার কাছে জানতে চাইবে 'সমুদ্রের ঢেউয়ের মাথায় লাল লাল ওগুলো কী? সূর্যডোবার রং, না মানুষের রক্ত। পুলিশের ভয়ে যারা নৌকা নিয়ে পালাতে গিয়ে হারিয়ে গেল, তাদের? এক নদী থেকে আরেক নদীতে, কখনও সাগরে ভাসতে ভাসতে 'জলে ভাসা জীবন' আসলে যেন পিতাপুত্রের জীবনজড়ানো প্রশ্নোত্তরের এক অশেষ তরঙ্গমালা।