শাদা ঘোড়া
বই বিষয়ক
- বইয়ের নাম: শাদা ঘোড়া
- ভাষা: বাংলা
- প্রকাশক: স্বর্ণাক্ষর
- ধারা: কিশোর সাহিত্য
- প্রথম প্রকাশ: ১৯৭৯
- অলংকরণ: দেবব্রত ঘোষ
- প্রচ্ছদ: দেবব্রত ঘোষ
- ISBN: 978-81-86891-27-8
- প্রথম প্রকাশ: 'আমার শাদা ঘোড়া' নামে আনন্দবাজার পত্রিকার আনন্দ মেলায় ২৫/১১/১৯৭৪ থেকে ২০/১/১৯৭৫ পর্যন্ত ধারাবাহিক প্রকাশিত ।
-
অনুবাদ:
- Mein weißes Pferd (জার্মান)
- цагаан морь (মঙ্গোলিয়ান)
- цагаан морь (মঙ্গোলিয়ান)
- The White Horse (ইংরেজি)
- सफेद घोड़ा (হিন্দি)
- বগা ঘোঁৰা (অসমীয়া)
- വെള്ളക്കുതിര (মালায়লাম)
- ਚਿੱਟਾ ਘੋੜਾ (পাঞ্জাবি)
- என் வெள்ளை குதிரை (তামিল)
- ইংরেজি, জার্মান, মঙ্গোলীয় এবং জাপানি ছাড়াও বইটি ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছে।
পাঠ প্রতিক্রিয়া
শামসুজ্জামান খান (লেখক, গবেষক, বাংলা অ্যাকাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক)
'শাদা ঘোড়া' বাংলা শিশুসাহিত্যের এক অনন্যসাধারণ সৃষ্টি। গল্পটি লেখা হয়েছে এমন মনোরম গদ্যে যে বইটি হাতে নিলে শেষ না করে ওঠা যায় না। তাঁর কাহিনি বর্ণনায় পরিপাটি দক্ষতা, শব্দচয়নে অনুপম শৈল্পিকবোধ এবং সহজ প্রাণবন্ত গদ্যের বুনোট তাঁর লেখাকে আকর্ষণীয় করে তোলে।[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
খন্দকার মাহমুদুল হাসান (শিশুসাহিত্যিক, গবষক, কবি)
... শাদা ঘোড়ার গল্প। যেন রূপকথা। কিন্তু অলৌকিকত্বের প্রতাপ তেমন নেই। এখানে রোগের চিকিৎসা জাদুমন্ত্রবলে হয় না। হয় গাছপাতার রসে, ভেষজগুণের ব্যবহার করে। এখানে বিপদ থেকে উদ্ধার করতে দৈত্যদানব লাগে না, মানবীয় শক্তিতে অশুভের বিরুদ্ধে বিজয়ী হয় মানুষ। ...বড়ই চমৎকার উপস্থাপন- কৌশল। বাক্যগুলো সহজ-সরল। কঠিন শব্দ ও যুক্তাক্ষর যতটা সম্ভব দূরে রাখা হয়েছে। পড়ার সময় মনে হয় যেন অমরেন্দ্র চক্রবর্তীর পাশে বসে গল্প শুনছি।[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
তপন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন প্রশাসক, লেখক, অনুবাদক)
'শাদা ঘোড়া'...প্রকাশমাত্র প্রভূত সাড়া জাগিয়েছিল পাঠকের কাছে। ছোটদের কাছে তো বটেই, বড়রাও সমান আগ্রহে পড়েছে রূপকথার আদলে লেখা বইটা। ... এই গল্প কোনও প্রচলিত রূপকথার অনুসারী নয়, লেখকের সম্পূর্ণ স্বপ্রসূত গল্প, ছোটদের কল্পনাকে উসকে দিতে এরকম নরম ভাষায়, এমন সুন্দর চিত্রকল্প আর টানটান গল্পের কোনও জুড়ি নেই।[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় (শিশুসাহিত্যগবেষক, সাহিত্যিক)
'শাদা ঘোড়া' বড় মায়াবী এক রূপকথা। রূপকথার চেনা সুর হয়তো নেই, থাকবেই বা কেন, রূপকথাকেও তো আধুনিকভাবে আলোয় আলোকিত করা উচিত। অমরেন্দ্র চক্রবর্তীর কলমেও তেমনই ঘটেছে, পেয়েছে ভিন্নতর মাত্রা। ...কত না বর্ণনা রয়েছে, যা সহজেই ছোটদের চোখ খুলে দেয়। ... আত্মবিশ্লেষণ তো সারা কাহিনিতেই আছে, শেষে আত্মসন্ধান![ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]