জাদুকর ছাড়া আর কেউ তো জাদু জানে না, তাই তারা অন্যদের থেকে আলাদা। অমরেন্দ্র চক্রবর্তী এমন এক মানুষ, যার ভাষায় জাদু আছে, কথায় জাদু আছে, যার হাতে আছে এক জাদুর কলম। সেই কলম দিয়ে ছোটোদের জন্যে তিনি যা লেখেন তাই মোহাবিষ্ট করে ফেলে। সেই কলম দিয়ে ছোটোদের জন্যে তিনি যা লেখেন তাই মোহাবিষ্ট করে ফেলে। কথাগুলো বললাম এই গুণী লেখকের একজন পাঠক হিসেবে, তাঁর শিশুসাহিত্যের বই পড়ে। আমার বিশ্বাস, তিনি জাদুকর ছাড়া আর কিছু নন। তিনি যে শুধু শিশুসাহিত্যিক তা তো নয়; তিনি কবি, তিনি গল্পকার, তিনি ঔপন্যাসিক, চিত্রশিল্পী, সম্পাদক, পরিব্রাজক, আরও কতকিছু। সবদিকেই তিনি অনন্য।