অমরেন্দ্র যখন আমার দু-বছর পরে ছাত্র ফেডারেশেনের ইউনিয়নের সাহিত্য-সম্পাদক তথা পত্রিকা সম্পাদক হল তখন আমি ইউনিয়নের ছেলেদের বলেছিলাম, 'তোমরা একটি চমৎকার পত্রিকা-সম্পাদক পেলে।' এবং অমরেন্দ্র সে কথার সম্মান রাখবে আমি জানতাম, কারণ পত্রিকা প্রকাশ যে শুধু তার একটা নেশা ছিল তা নয়, ছাপার নন্দনতত্ব সম্পর্কে তখনই তার অসামান্য দখল দেখে আমি অবাক হয়েছিলাম।