সহজ কথার মধ্যে দিয়ে মানুষকে আকৃষ্ট করা ও টেনে ধরে রাখতে পারার শিল্প আয়ত্ত না হলে সফল শিশুসাহিত্যিক হওয়া যায় না। তাই একজন শিশুসাহিত্যিক, মনে হয় জনা কুড়ি অ্যাডাল্ট সাহিত্যিককে ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে পাতন করে তবেই পাওয়া যাবে।তাঁর ছোটদের লেখায়, বড়দের লেখাতেও, প্রকৃতি, গ্রাম জীবন, সহজ সরল মানুষ-পশুর সমবায়ী মিথোজীবী জীবন মিলেমিশে থাকে।