গৌর যাযাবর
বই বিষয়ক
- বইয়ের নাম: গৌর যাযাবর
- ভাষা: বাংলা
- প্রকাশক: স্বর্ণাক্ষর
- ধারা: কিশোর সাহিত্য
- প্রথম প্রকাশ: ১৯৯১
- অলংকরণ: যুধাজিৎ সেনগুপ্ত
- প্রচ্ছদ: যুধাজিৎ সেনগুপ্ত
- ISBN: 978-81-86891-19-3
- প্রথম প্রকাশ: আজকাল ছোটদের পাতা 'গৌর যাযাবর'-এর প্রথম পরিচ্ছেদ প্রথমে ছোটগল্প হিসেবে মালিনী ভট্টাচার্য সম্পাদিত 'লালকমল নীলকমল' পত্রিকায় প্রকাশিত। পরে 'আজকাল'-এর 'ছোটোদের পাতা'য় আরও কয়েকটি পরিচ্ছেদ সহ ১৭/১২/১৯৮৭-তে প্রকাশিত হয় । বই হয়ে প্রথম প্রকাশিত হয় প্রতিক্ষণ পাবলিকেশনস থেকে, বইমেলা জানুয়ারি, ১৯৯১ । দ্বিতীয় মুদ্রণ: বইমেলা জানুয়ারি, ১৯৯৩ । প্রথম স্বর্ণাক্ষর সংস্করণ: কলকাতা বইমেলা জানুয়ারি, ১৯৯৯। 'ছেলেবেলা'য় এই বইয়ের পঞ্চম (শেষ) পরিচ্ছেদ এপ্রিল ২০১২ থেকে এপ্রিল-মে ২০১৩ পর্যন্ত ধারাবাহিক প্রকাশিত । পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ: কলকাতা বইমেলা জানুয়ারি, ২০১৪ ।
- সম্পাদকীয়(সমূহ) / উদ্ধৃতাংশ(সমূহ):
এই বই থেকে কিছু অলংকরণ
পাঠ প্রতিক্রিয়া
পবিত্র সরকার (ভাষাতাত্ত্বিক, প্রাক্তন অধ্যাপক ও উপাচার্য, সাহিত্যিক)
'গৌর যাযাবর' ...এক বাউন্ডুলে গান-গেয়ে-ঘুরে-বেড়ানো রাখালের গল্প, ঠিক ইচ্ছাপূরক নয়, যদিও তার শেষে গৌর বলছে কিছুদিন ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরে যাবে, লেখাপড়াও শুরু করবে। সাহাদের গরু চরায় গৌর, তাদের মধ্যে একটি গরু বুধা তার বন্ধু। একদিন সন্ধ্যে পেরিয়ে গেল। গরু গোয়ালে তোলা হল না, ফলে বেদম মার খাওয়ার সুলভ সম্ভাবনা দেখে গৌর সাহাবাবুদের আশ্রয় ছাড়ল। তারপর শুরু হল তার বিচিত্র মানব-অভিজ্ঞতার মধ্য দিয়ে এক মহৎ যাত্রা... গৌর যেন মার্ক টোয়েইনের সেই চরিত্রের মতো সবার ভালো দেখে, সবার ভালো করে। স্পর্শমণি যেন সে — মানুষকে সোনা করতে করতে এগিয়ে যায়। অমরেন্দ্র গরিব গ্রামীণ জীবনকে বড় ভালো চেনেন, বড় গভীর বেদনা নিয়ে তাদের কথা বলেন, ফলে মাঝে মাঝেই গুরুগম্ভীর প্রবীণ পাঠকও গৌরের গল্পে বুকের মধ্যে হু-হু করা এক দুঃখ, চোখের পাতা ভারি হওয়ার বোধ এড়াতে পারেন না।[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]