নিজের কাজের পরিচয়ে যেটুকু পরিচিতি, সেটাই মনে হয় সত্যি পরিচয়। তারও বাইরে আরও বেশি পরিচিত হওয়ার চেয়ে নিজের ভিতরে হয়ে ওঠা, নিজস্ব স্বপ্ন নিয়ে জেগে থাকা চিরকালই অনেক বড় কাজ।
— অমরেন্দ্র চক্রবর্তী

কবি, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক, সম্পাদক, অনুবাদক, চিত্রকর, চিত্রগ্রাহক এবং বিশ্বভ্রামণিক অমরেন্দ্র চক্রবর্তী-র প্রকাশিত বইয়ের সংখ্যা পঁয়ত্রিশ।

'কবিতা-পরিচয়', 'কর্মক্ষেত্র', 'ভ্রমণ', 'পেশাপ্রবেশ', 'কালের কষ্টিপাথর', 'ছেলেবেলা', 'নারীযুগ' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ওয়ার্ল্ড এডিটর্স ফোরামের তৎকালীন একজিকিউটিভ মেম্বার অমরেন্দ্র চক্রবর্তী বিশ্বের নানা দেশে সংবাদপত্র ও পত্রিকা সম্পাদকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সেইসঙ্গে ইউরোপের বিভিন্ন সংবাদপত্র-প্রতিষ্ঠানে প্রকাশনা প্রযুক্তি ও সংবাদ পরিবেশনের বিবর্তন বিষয়ে শিক্ষালাভ করেন।

'ওয়ার্ল্ড কংগ্রেস অব পোয়েটস'-এর আমন্ত্রণে বিশ্ব কবি সম্মেলনে অংশ নিয়েছেন কয়েকটি দেশে। প্রধানত 'ওয়ার্ল্ড এডিটর্স ফোরাম'-এর সম্পাদক-সম্মেলন ও 'ওয়ার্ল্ড কংগ্রেস অব পোয়েটস'-এর কবি সম্মেলনে যোগদানের সুযোগে ও 'ভ্রমণ' পত্রিকার জন্য ভ্রমণচিত্র তৈরির তাগিদে ছবি তোলেন। আন্টার্কটিকা, আলাস্কা, আফ্রিকা, সুমেরুবৃত্ত, মোঙ্গোলিয়া, বুলগেরিয়া, জর্ডন, ইজরায়েল ইত্যাদি দেশ ও দুর্গম অঞ্চলের ওপর তাঁর হাতক্যামেরার ভিডিওচিত্র টেলিভিশন চ্যানেলে দীর্ঘকাল নিয়মিত সম্প্রচারিত। অমরেন্দ্র চক্রবর্তীর প্রথম আলোকচিত্র প্রদর্শন ২০১৪ সালে অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ। তাঁর একক চিত্র- প্রদর্শনী ২০১৬ ও ২০১৮-তে কলকাতায়। তাঁর সাহিত্যসম্ভারে রয়েছে সাতটি কবিতাপুস্তক-সহ শিশু-কিশোর সাহিত্য, গল্প, উপন্যাস, ভ্রমণকথা । এযুগের পদাবলী 'ক্ষণের বচন' রচনা করেন 'ক্ষণকথক' ছদ্মনামে।

ক্ষণের বচন/ ক্ষণকথক বিরচিত
অমরেন্দ্র চক্রবর্তী চিত্রিত

ভ্রমণ ভিডিওসমূহ - আন্টার্কটিকা

Antarctica (Part 01)

June 14th, 2018

Antarctica (Part 02)

June 18th, 2018

Antarctica (Part 03)

June 18th, 2018

Antarctica (Part 04)

June 20th, 2018

Antarctica (End Part)

June 20th, 2018
  • মার্চিন্সন ফল্‌স্‌ | Murchison Falls, Uganda
  • ব্যাংকক | Bangkok
  • অসমে কাজিরাঙার চা-বাগানে | In a tea garden of Kaziranga, Assam
  • কক্সবাজার সেকতে | At the seaside,  Cox Bazar
  • আন্টার্কটিকা | Antarctica
  • আন্টার্কটিকা | Antarctica
  • ব্যাংকক | Bangkok
  • ব্যাংকক | Bangkok
  • ব্রাজিল | Brazil
  • অমরেন্দ্র চক্রবর্তী | Amarendra Chakravorty
  • ভূমধ্যসাগর, ইসরায়েল | Mediterranean Sea, Israel
  • মায়ানমার | Myanmar
  • নিউ জিল্যান্ড | New Zealand
  • পিৎজ নেয়ার, সুইজারল্যান্ড  | Piz Nair, Switzerland
  • উগান্ডা | Uganda

সাম্প্রতিক বই

বই বিষয়ক

  • বইয়ের নাম: জলে ভাসা জীবন
  • ভাষা: বাংলা
  • লেখক: অমরেন্দ্র চক্রবর্তী
  • প্রকাশক: প্রতিভাস
  • ধারা: উপন্যাস
  • প্রথম প্রকাশ: ২০২৩
  • ISBN: 978-93-92435-47-8
  • এই বইতে রয়েছে দুটি উপন্যাস - 'অশথগাছের চারা' আর 'জলে ভাসা জীবন'। করোনা অতিমারির সময়ে পৃথিবীব্যাপী যে হাহাকার চলছে তার প্রেক্ষাপট নিয়ে রচিত প্রথম উপন্যাসটি 'অশথগাছের চারা'। পাতায় পাতায় ধরা আছে করোনাকালের চিত্র। এত সব প্রথা-পার্বণ, মেলা-উৎসব কারও অভিশাপে বন্ধ। পৃথিবী স্তব্ধ। কিন্তু জীবন থেমে থাকে না, মৃত্যুর মিছিলের পাশাপাশি মানুষের জন্মও হয়, স্বপ্নও জাগে।জীবনের স্রোত ধরে নায়ক আদিত্যর জীবনেও প্রেম আসে। নারী আসে। দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা চলচ্চিত্রের নায়িকার সান্নিধ্যে আসে সে। সবমিলিয়ে অদ্ভূত এক নাটকীয় এবং রহস্যময় এই উপন্যাস। 'এখান থেকে আমরা কোথায় যাব , বাবা?''যেখানে হোক। যেদিকে দু-চোখ যায়।' সুস্থিরের অনেক ভাবনা, অনেক প্রশ্ন। দধীচি তখনও জানত না, সুস্থির একদিন তার কাছে জানতে চাইবে 'সমুদ্রের ঢেউয়ের মাথায় লাল লাল ওগুলো কী? সূর্যডোবার রং, না মানুষের রক্ত। পুলিশের ভয়ে যারা নৌকা নিয়ে পালাতে গিয়ে হারিয়ে গেল, তাদের? এক নদী থেকে আরেক নদীতে, কখনও সাগরে ভাসতে ভাসতে 'জলে ভাসা জীবন' আসলে যেন পিতাপুত্রের জীবনজড়ানো প্রশ্নোত্তরের এক অশেষ তরঙ্গমালা।

সাহিত্যসম্ভার

  • কোন্ অমরেন্দ্র চক্রবর্তীকে তাঁর আশি বছর পূর্তির জন্য শুভেচ্ছা জানাতে চাইছি আমি? অমরেন্দ্র চক্রবর্তী কি একজন? ষাটের দশকে তিনি 'কবিতা-পরিচয়'-এর জন্য খ্যাত হন, অথচ আড়ালে চলে যায় তাঁর নিজের কবিতার পরিচয় । সেই কবিও তো ধারাবাহিকভাবে আজও লিখে চলেছেন কবিতা । না কি অমরেন্দ্র চক্রবর্তী হলেন সেই শিশুসাহিত্যিক যাঁর 'হীরু ডাকাত'-এর মতো অনবদ্য সৃষ্টি বছরের পর বছর ছোটোবড়ো সবারই মনোরঞ্জন করে চলেছে? শুধু 'হীরু ডাকাত'ই নয় অবশ্য, গদ্যে কিংবা ছন্দে বাঁধা তাঁর আরো অনেক রচনাই বড়োমাপের এক শিশুসাহিত্যিক হিসেবেই সাহিত্যসমাজে তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে। না কি আমরা সেই অমরেন্দ্র চক্রবর্তীর কথা ভাবছি যিনি যুবসমাজের কর্মহীনতার জন্য তাদের কোনো দিশা দেখাবার কাজে কর্মক্ষেত্র-র মতো মুক্তিপথের কাণ্ডারী হয়ে উঠেছিলেন? না না, ইনি হলেন একজন ভ্রমণপিপাসু মানুষ যিনি পর্যটনজগতের উন্নয়ন ঘটিয়েছেন 'ভ্রমণ' নামে এক জনপ্রিয় পত্রিকার মধ্য দিয়ে, যে-পত্রিকা পরবর্তী কোনো সময় থেকে সঙ্গে দিত বিনেপয়সায় একটা সিডি, কোনো-না-কোনো দেশের পর্যটনের ভিডিও। ইনি কি সেই অমরেন্দ্র, নিজে যিনি উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত কিংবা পৃথিবীর পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দুর্গমতম অঞ্চলগুলিতে ঘুরে বেড়িয়েছেন সমস্ত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে? না, আরো এক অমরেন্দ্র আছেন, যিনি হঠাৎ মধ্যবয়সে পৌঁছে ছবি আঁকা শুরু করেন আর সেটাই যেন হয়ে দাঁড়ায় তাঁর অন্যতম প্রধান নেশা । সেই চিত্রশিল্পীর কথা হচ্ছে কি এখানে? না কি আমরা বলছি সেই স্বপ্নভাবুক মানুষটির কথা, যিনি 'ছেলেবেলা'-র মতো পত্রিকা বা পরে 'কালের কষ্টিপাথর' নামে বড়োদের এক মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন?


    এটা হওয়াই সম্ভব যে, কোনো একজন মানুষ এতগুলি অমরেন্দ্র চক্রবর্তীকে একই লোক বলে মনে করেন না। অন্তত আমার নিজের তো মনে হয় অমরেন্দ্র যেন একই সঙ্গে 'নানা অমরেন্দ্র'।

    শঙ্খ ঘোষসর্ব অন্যায়ের বিরুদ্ধে সদাজাগ্রত প্রতিবাদী কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
  • Amarendra Chakravorty has worked in a variety of forms in the last few decades including prose and poetry, not restricting himself to any one mode of storytelling. He has continued to reinvent himself, working quietly, and has not overproduced or written according to any formula. In fact, very few of his themes and subjects repeat themselves.

    Abhijit GuptaProfessor, Jadavpur University
  • অমরেন্দ্র যখন আমার দু-বছর পরে ছাত্র ফেডারেশেনের ইউনিয়নের সাহিত্য-সম্পাদক তথা পত্রিকা সম্পাদক হল তখন আমি ইউনিয়নের ছেলেদের বলেছিলাম, 'তোমরা একটি চমৎকার পত্রিকা-সম্পাদক পেলে।' এবং অমরেন্দ্র সে কথার সম্মান রাখবে আমি জানতাম, কারণ পত্রিকা প্রকাশ যে শুধু তার একটা নেশা ছিল তা নয়, ছাপার নন্দনতত্ব সম্পর্কে তখনই তার অসামান্য দখল দেখে আমি অবাক হয়েছিলাম।


    পবিত্র সরকারভাষাতাত্ত্বিক, প্রাক্তন অধ্যাপক ও উপাচার্য, সাহিত্যিক
  • সহজ কথার মধ্যে দিয়ে মানুষকে আকৃষ্ট করা ও টেনে ধরে রাখতে পারার শিল্প আয়ত্ত না হলে সফল শিশুসাহিত্যিক হওয়া যায় না। তাই একজন শিশুসাহিত্যিক, মনে হয় জনা কুড়ি অ্যাডাল্ট সাহিত্যিককে ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে পাতন করে তবেই পাওয়া যাবে।তাঁর ছোটদের লেখায়, বড়দের লেখাতেও, প্রকৃতি, গ্রাম জীবন, সহজ সরল মানুষ-পশুর সমবায়ী মিথোজীবী জীবন মিলেমিশে থাকে।

    যশোধরা রায়চৌধুরীকবি ও গদ্যকার
  • অমরেন্দ্র চক্রবর্তীর নানা পরিচয়ের মধ্যে শিশুসাহিত্যিক পরিচয়টি উজ্জ্বল হয়ে ধরা দেবে তাঁর দায়িত্বশীল রচনাগুলোর জন্য। তাঁর লেখা পড়ে ছোটরা তো বটেই বড়রাও প্রাণিত হন, শক্তি ও সাহস সঞ্চয় করেন মনে। ছোটদের মন ও মনন গঠনে তাঁর লেখাগুলোর গুরত্ব অপরিসীম।

    রাশেদ রউফকবি, শিশুসাহিত্যিক, সাংবাদিক
  • জাদুকর ছাড়া আর কেউ তো জাদু জানে না, তাই তারা অন্যদের থেকে আলাদা। অমরেন্দ্র চক্রবর্তী এমন এক মানুষ, যার ভাষায় জাদু আছে, কথায় জাদু আছে, যার হাতে আছে এক জাদুর কলম। সেই কলম দিয়ে ছোটোদের জন্যে তিনি যা লেখেন তাই মোহাবিষ্ট করে ফেলে। সেই কলম দিয়ে ছোটোদের জন্যে তিনি যা লেখেন তাই মোহাবিষ্ট করে ফেলে। কথাগুলো বললাম এই গুণী লেখকের একজন পাঠক হিসেবে, তাঁর শিশুসাহিত্যের বই পড়ে। আমার বিশ্বাস, তিনি জাদুকর ছাড়া আর কিছু নন। তিনি যে শুধু শিশুসাহিত্যিক তা তো নয়; তিনি কবি, তিনি গল্পকার, তিনি ঔপন্যাসিক, চিত্রশিল্পী, সম্পাদক, পরিব্রাজক, আরও কতকিছু। সবদিকেই তিনি অনন্য।

    খন্দকার মাহমুদুল হাসানশিশুসাহিত্যিক, গবেষক, কবি
  • প্রতিটি বইই ছোটদের কাছে এক পরম প্রাপ্তি। ছোটদের পৃথিবীর জয় করার সঙ্গে এভারেস্ট জয় করার কোনও পার্থক্য নেই। বরং ছোটদের পৃথিবীতে পৌঁছতে গেলে ছোটদের মনস্তত্ত্ব জানা চাই। অমরেন্দ্র চক্রবর্তী... জানেন শিশু-কিশোরদের মন জয় করার বিরল কৌশল।

    তপন বন্দ্যোপাধ্যায়প্রাক্তন প্রশাসক, লেখক, অনুবাদক
  • তিনি নিরন্তর এক সর্বার্থে সৃজনশীল জীবন যাপন করে চলেছেন, এক বিরল একাগ্রতায় নতুন নতুন অভিযানে প্রবাহিত হচ্ছেন সীমা থেকে অসীমে। এই গিরিখাদের মধ্যে দাঁড়িয়ে একথা কে অস্বীকার করবে যে কাজটি সহজ নয় !

    চিন্ময় গুহকবি, প্রাবন্ধিক, ফরাসিসাহিত্য বিশেষজ্ঞ
  • তাঁর বিষয়ে বহু দিক থেকে কথা বলার আছে যা কোনও একজনের পক্ষে বলা সম্ভব নয়... অমরেন্দ্র চক্রবর্তী যতটা অঞ্চল জুড়ে বেঁচে আছেন ততটা অঞ্চল জুড়ে কম মানুষই বাঁচে।

    কালীকৃষ্ণ গুহকবি, প্রাবন্ধিক, সম্পাদক[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]
  • অমরেন্দ্র চক্রবর্তীর কথা আমি প্রথম শুনেছিলাম বুদ্ধদেব বসুর এক চিঠিতে। তারিখ ২৭ জুলাই, ১৯৬৬। আমি তখন আমেরিকার ইন্ডিয়ানাতে আমার আরব্ধ পড়াশুনার শেষ বিলম্বিত পর্বে। 'যাদবপুর তু.সা.বি.র এক বােহেমিয়ান ছাত্র ‘কবিতা-পরিচয়' নাম দিয়ে একটা পত্রিকা বের করছে, দুটো বিখ্যাত পত্রিকার নামের এই সমন্বয়ের অর্থ হল Explication। নরেশ, প্রণবেন্দু, অলােকরঞ্জন, সুনীল, শঙ্খ ইত্যাদি অনেকেই নিয়মিত লিখছে— সম্পাদকের অনুরােধ এড়াতে না পেরে আমিও একটা এক্সপ্লিকাসিয় লিখলাম, সুধীন্দ্রনাথের‘নৌকাডুবি' ('দশমী’র দ্বিতীয় কবিতা)বিষয়ে।'  খুব চমকপ্রদ খবর। এই'বােহেমিয়ান’ ('বােহেমিয়ান’-এর সদর্থক ব্যবহার আর কী হতে পারে?) সম্পাদকের নাম শােনা গেল অমরেন্দ্র চক্রবর্তী।... আসলে নতুন কিছু ভেবে উঠতে পারার ক্ষমতা খুব কম লোকেরই থাকে। অপূর্ব বলেই নতুন নয়, সত্যিকার নবীনতা যাতে আছে তেমন নতুন। তার জন্য যতটা কল্পনার দরকার তা আমরা কোথায় পাব? অমরেন্দ্র চক্রবর্তী সেই ধনে ধনী।

    অমিয় দেবপ্রাক্তন অধ্যাপক,প্রাবন্ধিক[ সম্পূর্ণ লেখাটি পড়ুন ]