কবি, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক, সম্পাদক, অনুবাদক, চিত্রকর, চিত্রগ্রাহক এবং বিশ্বভ্রামণিক অমরেন্দ্র চক্রবর্তী-র প্রকাশিত বইয়ের সংখ্যা পঁয়ত্রিশ।
'কবিতা-পরিচয়', 'কর্মক্ষেত্র', 'ভ্রমণ', 'পেশাপ্রবেশ', 'কালের কষ্টিপাথর', 'ছেলেবেলা', 'নারীযুগ' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ওয়ার্ল্ড এডিটর্স ফোরামের তৎকালীন একজিকিউটিভ মেম্বার অমরেন্দ্র চক্রবর্তী বিশ্বের নানা দেশে সংবাদপত্র ও পত্রিকা সম্পাদকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সেইসঙ্গে ইউরোপের বিভিন্ন সংবাদপত্র-প্রতিষ্ঠানে প্রকাশনা প্রযুক্তি ও সংবাদ পরিবেশনের বিবর্তন বিষয়ে শিক্ষালাভ করেন।
'ওয়ার্ল্ড কংগ্রেস অব পোয়েটস'-এর আমন্ত্রণে বিশ্ব কবি সম্মেলনে অংশ নিয়েছেন কয়েকটি দেশে। প্রধানত 'ওয়ার্ল্ড এডিটর্স ফোরাম'-এর সম্পাদক-সম্মেলন ও 'ওয়ার্ল্ড কংগ্রেস অব পোয়েটস'-এর কবি সম্মেলনে যোগদানের সুযোগে ও 'ভ্রমণ' পত্রিকার জন্য ভ্রমণচিত্র তৈরির তাগিদে ছবি তোলেন। আন্টার্কটিকা, আলাস্কা, আফ্রিকা, সুমেরুবৃত্ত, মোঙ্গোলিয়া, বুলগেরিয়া, জর্ডন, ইজরায়েল ইত্যাদি দেশ ও দুর্গম অঞ্চলের ওপর তাঁর হাতক্যামেরার ভিডিওচিত্র টেলিভিশন চ্যানেলে দীর্ঘকাল নিয়মিত সম্প্রচারিত। অমরেন্দ্র চক্রবর্তীর প্রথম আলোকচিত্র প্রদর্শন ২০১৪ সালে অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ। তাঁর একক চিত্র- প্রদর্শনী ২০১৬ ও ২০১৮-তে কলকাতায়। তাঁর সাহিত্যসম্ভারে রয়েছে সাতটি কবিতাপুস্তক-সহ শিশু-কিশোর সাহিত্য, গল্প, উপন্যাস, ভ্রমণকথা । এযুগের পদাবলী 'ক্ষণের বচন' রচনা করেন 'ক্ষণকথক' ছদ্মনামে।
পাঞ্জেরী পাবলিকেশন্স, বাংলাদেশ, থেকে নতুন প্রকাশিত তিনটি বই একত্রে সংগ্রহ করতে এই লিঙ্কটি ভিজিট করুন